আজ ঝালকাঠি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় দক্ষিণের জেলা ঝালকাঠি। একাত্তরের ৮ ডিসেম্বর সকাল থেকেই ঝালকাঠি শহরের চারপাশে অপেক্ষমাণ মুক্তিযোদ্ধারা দলে দলে ঢুকতে শুরু করেন। সন্ধ্যায় ঝালকাঠি থানা অবরুদ্ধ করেন তারা। তৎকালীন পুলিশের সিআই শাহ আলম আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্রসমর্পণ করেন।
ঝালকাঠির তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম শাহনাজের কাছে ঝালকাঠি থানা পুলিশ অস্ত্রসহ আত্মসমর্পণ করলে জেলাটি হানাদার মুক্ত হয়। হানাদারমুক্তির খবর ছড়িয়ে পড়লে আনন্দ-উল্লাস আর জয় বাংলা স্রোগানে সড়কে নেমে আসে হাজার হাজার মানুষ।