এক সময় ছিল টানাপোড়েনের সংসার। অনেক কষ্টে দিন কাটতো। একপর্যায়ে শুরু করেন কাঁচামরিচের চাষ। ধীরে ধীরে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। বর্তমানে মরিচ বেচেই লাখ টাকা আয় করছেন তিনি।
বলছি, বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের আশরাফ আলীর কথা। এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে তার। আশরাফ আলীর দেখাদেখি অনেকেই কাঁচামরিচ চাষে ঝুঁকছেন।