ভাস্কর্য ইস্যুতে সরকারকে কঠোর হতে হবে : ঢাবি শিক্ষক সমিতি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯
বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় সরকারকে কঠোর হতে হবে। এক্ষেত্রে রাজনীতির নামে সহনশীলতা দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকরা।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ধর্মান্ধ উগ্র মৌলবাদী অপশক্তির কর্তৃক ভাস্কর্য বিরোধিতার নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও ভাংচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা এসব মন্তব্য করেন।