সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিচার আদালতের বিচারকেরা রাস্তায় নেমেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে৷ আইন বা শৃঙ্খলাবিধি যাই বলুক, নীতি বা পেশাগত নৈতিকতার জায়গা থেকে বিষয়টা কি ঠিক হলো?
চট্টগ্রামে বিচারকদের মানববন্ধন ও সমাবেশের খবরটি দেখা যাক৷ সমাবেশের একটি ছবিও প্রকাশ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ ছবিতে বিচারকেরা যে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন সেটিতে লেখা, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর এবং ভাস্কর্য বিরোধী প্রচারণায় উসকানির প্রতিবাদে প্রতিরোধ এবং প্রতিবাদ সমাবেশ৷’