You have reached your daily news limit

Please log in to continue


মধ্যরাতে বাইক নিয়ে হামলা, নাকতলায় পার্থর ক্লাব ভাঙচুর

শনিবার রাত ১১ টা নাগাদ হঠাৎই দুষ্কৃতী তাণ্ডব চলল দক্ষিণ কলকাতার নাকতলা উদয় সঙ্ঘে। এই ক্লাবের চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, দুষ্কৃতীরা ভাঙচুর করেছে ক্লাবের সম্পত্তি। মধ্যরাতে হঠাৎ করে এই হামলা চলায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার প্রতিক্রিয়ায় পার্থ চট্টোপাধ্যায় রবিবার সকালে বলেন, ‘‘শনিবার রাতেই উদয়ন সঙ্ঘ ক্লাবের সদস্য, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছি প্রশাসনকে। আমি এতদিন ওই এলাকায় থাকি, এমন ‘বাইক বাহিনী’-র তাণ্ডব আগে কখনও দেখিনি। প্রশাসনকে বলেছি, দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে যেন গ্রেফতার করা হয়। তবে এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই।’’ ক্লাব কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, শনিবার সন্ধ্যায় ক্লাবের সামনে কয়েকজন বাইক আরোহী ‘রেস’ করছিল। ঝুঁকিপূর্ণ সেই প্রতিযোগিতা করার বিরোধিতা করেন ক্লাবের কয়েকজন সদস্য। এক বাইক আরোহী ক্লাবের সদস্যকে ধাক্কা মারায় বাকি সদস্যরা প্রতিবাদ করেন। কথা কাটাকাটিও হয়। সেই সময়েই নাকি হুমকি দিয়ে যায় ওই বাইক আরোহীরা। সংস্থার সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন দাস বলেছেন, ‘‘দুষ্কৃতীরা প্রত্যেকেই লাঠি নিয়ে এসেছিল। ক্লাবের পাশেই পানু ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা থাকেন। ক্লাবে গোলমাল হচ্ছে ভেবে তিনি এগিয়ে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। পাড়ায় এমন চলতে পারে না। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন