বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলহাজ রহমাতিয়া শিশু সদনের হেফজখানায় হাসিবুল ইসলাম নামের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হাসিবুল ওই মাদরাসায় পাঁচ বছর আগে ভর্তি হয়।
সে নজরানা বিভাগের ছাত্র ছিল। সে মোরেলগঞ্জ পৌরএলাকার বারুইখালী গ্রামের সোবহান শেখের ছেলে। মাদরাসার অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের। দ্রুতই এই ঘটনার রহস্য উম্মোচন করা হবে বলে জানিয়েছেন তিনি।