আজ ৬ ডিসেম্বর। ফেনী পাক হানাদার মুক্ত দিবস। এদিন বাংলার বীর সেনাদের দীপ্ত পদভারে প্রকম্পিত হয়েছিল ফেনীর আকাশ-বাতাস। ১৯৭১-এর এই দিনে মুক্তিযোদ্ধারা সম্মুখ সমরে পাক বাহিনীদের পরাজিত করে ফেনীর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিল।
নভেম্বরের শেষ দিকে ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনীসহ মিলিশিয়া বাহিনীর সদস্যরা। ফেনী জেলার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে ফেনী শহরে একত্রিত হয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।