লিওনেল মেসির ক্ষুব্ধ হওয়ার জের ধরে গত অক্টোবরে বার্সেলোনা সভাপতির পদ ছাড়েন জোসেপ মারিয়া বার্তোমেউ। কাতালান ক্লাবটি এখন দেনার দায়ে ডুবতে বসেছে। বার্সার অনেকে মনে করেন, মেসি গত মৌসুম শেষে যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন,
তখন তাঁকে বিক্রি না করে ভুল করা হয়েছে। এদিকে বার্তোমেউ পদত্যাগের পর থেকেই খালি পড়ে আছে বার্সা সভাপতির চেয়ার। নির্বাচনে সেই চেয়ারের দখল নিতে চান বার্সারই সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা। তাঁর মতে, বার্তোমেউ সভাপতি থাকতে মেসির সঙ্গে প্রতারণা করা হয়েছে।