ফরিদপুরে সেভ হোম থেকে পালিয়ে গেছে তিন তরুণী ও এক কিশোরী। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত ১৩ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও পালিয়ে যাওয়া ওই নিবাসীদের কোন সন্ধান মেলেনি।
এ সেভ হোমটির নাম ‘মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র’। সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত এ সেভ হোমটি ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার এলাকায় সোহওয়ার্দী লেক পাড়ের পশ্চিম প্রান্তে।
ওই সেভ হোম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মোট ৭২ জন নিবাসী ছিলেন। এর মধ্যে থেকে চারজন শুক্রবার ভোর চারটার দিকে নিরাপত্তার দায়িত্ব দুই আনসার সদস্য সালমা বেগম (২৬) ও বিউটি আক্তারের (২৭) ঘুমিয়ে থাকার সুযোগে গ্রিল ভেঙে প্রাচীর টপকে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া ওই তিন তরুণী হলো রাজবাড়ী কোর্ট থেকে আসা সোনালী আক্তার (২১), রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আসা আলিসা (২০), গোপালগঞ্জ থেকে আসা ময়না (১৮) এবং কিশোরী হলো শরীয়তপুর থেকে আসা আছিয়া (১৭)।