থাকতে হলে থাকুন, নইলে লুটেরাদের দলে যান, বৈঠকে কড়়া বার্তা মমতার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬

দলের অভ্যন্তরীণ সমস্যা পর্যালোচনা এবং বিধানসভা ভোটের আগে দলের দিশা নির্ধারণ করতে গিয়ে শুক্রবার তৃণমূলের জেলা সভাপতি, সাংসদ এবং বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘‘দলে থাকতে হলে থাকুন। নইলে লুটেরাদের সঙ্গে চলে যান!’’

কারও নাম না করলেও মমতার ওই মন্তব্যের লক্ষ্য দলের বিক্ষুব্ধ বিধায়ক শুভেন্দু অধিকারী এবং তাঁর প্রতি ‘সহানুভূতিশীল’-দের লক্ষ্য করেই বলে মনে করছেন তৃণমূল নেতাদের একাংশ। বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দুর বাবা তথা কাঁথির সাংসদ এবং পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারীও। সূত্রের খবর, মমতা বৈঠকে সরাসরিই বলেছেন, ‘‘নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দলবিরোধী কাজ হচ্ছে বলে খবর পাচ্ছি। আমাদের সঙ্গে যাঁরা নেই, তাঁদের সরতে হবে। দলে থাকতে হলে থাকুন। যাঁরা সাহস করে আমার সঙ্গে থাকতে চান থাকুন। নইলে লুটেরাদের সঙ্গে চলে যান। দলে থেকে কোনও দলবিরোধী কাজ বরদাস্ত করা হবে না!’’ দলের অন্দরে মমতার ওই হুঁশিয়ারি নিয়ে যে আলোচনা হচ্ছে, তার নির্যাস— এর মধ্য দিয়ে দলনেত্রী শুভেন্দু-অনুগামীদেরই কড়া বার্তা দিতে চেয়েছেন। দলীয় সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দু’টি ব্লকের সভাপতি বদল করার কথাও বলেছেন তিনি। জানিয়ে দেন, ওই বিষয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সি পরে সিদ্ধান্ত নেবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us