ছুটির দিন শুক্রবার। সকালটা শুরু হয় সড়কে মানুষের মৃত্যুর খবর দিয়ে, যা বিকালেও শেষ হয়নি। রাতেও হয়তো আসতে পারে সড়কে প্রাণ যাওয়ার খবর। এদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন মানুষ নিহত হয়েছেন। নিহদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে ৬ জন, মানিকগঞ্জের দৌলতপুরে ৭ জন, নরসিংদীর শিবপুরে ১ জন, ভোলার সদরে ১ জন, নাটোর সদরে ১ জন, মাগুরায় ১ জন, যশোরে ১ জন, রাজধানীর যাত্রাবাড়ীতে ১ জন ও মতিঝিলে ১ শিশু রয়েছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে নিচে তা তুলে ধরা হলো-
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে রাখা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন। শুক্রবার সকাল ৭টার দিকে মির্জাপুরের কুর্নী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।