ব্যক্তিগত গাড়িতে করে গরু চুরি, ধরা পড়লেন একজন

প্রথম আলো প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০০

কালো কাচের প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) পেছনের সিটগুলো খুলে রাখা হয়েছে। সড়ক দিয়ে চলার পথে কোনো গরু নজরে এলে গাড়িতে তুলে নিয়ে সটকে পড়েন তাঁরা। এভাবেই একটি গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন চক্রের এক সদস্য। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) থেকে একটি ষাঁড় উদ্ধার হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, হবিগঞ্জের লাখাই উপজেলার বামুই গ্রামের ফারুক মিয়ার (৪৫) নেতৃত্বে চার ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে একটি ষাঁড় নিয়ে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে কুট্টাপাড়া উচ্চবিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় বিষয়টি হাইওয়ে পুলিশের নজরে আসে। হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি থামানোর সংকেত দিলে কারটি থামিয়ে তিন ব্যক্তি দ্রুত সটকে পড়েন। এ সময় পুলিশ ফারুক মিয়াকে আটক করে। পুলিশ গাড়ির ভেতর থেকে একটি ষাঁড় বের করে। গরুটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক এলাকা থেকে আজ সকালে তাঁরা চুরি করেছেন। গরুটির মালিকেরও সন্ধান পাওয়া গেছে। ষাঁড়টির আনুমানিক দাম ৮০ হাজার টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us