২০০১ সালের সন্ত্রাসী হামলার দিনে যুক্তরাষ্ট্রে নিহত সমপরিমাণ মানুষের মৃত্যু প্রতিদিন হচ্ছে করোনাভাইরাসে। জাতীয় দুর্যোগের এ সময়ে নির্বাচনে কারচুপির ভুয়া দাবি করেই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিন হাজারো মানুষের মৃত্যু নিয়ে পালন করছেন রহস্যের নীরবতা। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা গ্রহণের পরই ১০০ দিনের জন্য আমেরিকার জনগণকে মাস্ক পরার আহ্বান জানাবেন। ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লাখে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সন্ত্রাসী হামলায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকা থমকে দাঁড়িয়েছিল। এক দিনে প্রায় ৩০০০ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল দিনটিতে। রাষ্ট্রের প্রেসিডেন্ট সেদিন দলমত-নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়েছিলেন।