সাভারে যুবককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৩২

সাভারে একটি পুকুরের বেড়া দেয়ার সময় দিনে দুপুরে এক দিনমজুর যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মিলন (২১)। সে সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লার ফজলুল হকের ছেলে। মিলন একটি স্কুলের শিক্ষার্থী হলেও বর্তমানে দিন মজুরের কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসীরা জানায়, দুপুরে পুকুরে পাশে মিলনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এসময় জমির মালিক মহির আলীর ছেলে ইমনকে (১৮) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন অনেকেই। খবর পেয়ে পুলিশ মিলনের মরদেহটি উদ্ধার করলেও ঘটনার পর থেকে পলাতক ইমনকে খুঁজে পাওয়া যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us