ভারত থেকে জ্বালানি তেল আনতে পাইপলাইন স্থাপনের কাজ শুরু

বণিক বার্তা প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ২০:০৩

ভারত থেকে জ্বালানি তেল আনতে পাইপলাইনের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আজ বৃহস্পতিবার দিনাজপুরের সোনাপুকুর এলাকায় এই পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং পরিবহন খরচ কমাতে ভারতের শিলিগুড়ি জেলা থেকে পাইপলাইনের মাধ্যমে এই তেল আমদানি করা হবে।

রাষ্ট্রয়াত্ত সংস্থা বিপিসির পক্ষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল) এবং ভারতের নুমালীগড় রিফাইন্যারি লিমিটেড যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

উদ্বোধনকালে বিপিসির চেয়ারম্যান বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ এবং এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনমান উন্নত হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মনে করে জ্বালানি সরবরাহ শুরু হলে কৃষি ও বাণিজ্যে গতি সম্প্রসারিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us