নিউজিল্যান্ড পার্লামেন্টে ৭৬-৪৩ ভোটে পাস করেছে জলবায়ু জরুরি অবস্থা। বুধবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন আইনপ্রণেতাদের বলেছেন, এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বীকৃতি। আমরা যদি তাদের সঠিক পথে নিয়ে না যাই এবং পদক্ষেপ গ্রহণ না করি তাহলে এটি তাদের কাছে বোঝা হয়ে থাকবে।
পার্লামেন্টের প্রস্তাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে এ সময়ের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ২০২৫ সালের মধ্যে বেসরকারি খাতকে কার্বন নিরপেক্ষ করার অঙ্গীকারও করেছে দেশটির সরকার।