চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’ ইত্যাদি স্লোগান দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি করেন। আন্দোলনে অংশ নেয়া বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, বাংলাদেশে হাটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা, এমনকি নিয়োগ পরীক্ষাও হচ্ছে তাহলে আমাদের স্নাতকের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি।