ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ফেসবুকে মিথ্যা তথ্য, যুবক গ্রেফতার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নামে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় মামলা করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. কাউছার সরকার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এ ঘটনায় দুপুরে মো. ইব্রাহিম খলিল ওরফে আশিক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি বাজার এলাকার মো. আফসার উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম খলিল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us