ক্লেমন ‘স্কুল অব ফ্রেশনেস’-এর সিজন-১ অ্যাপিসোড-২

প্রথম আলো প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১১:৩৫

আমরা অনেক সময় ভাবি, সৃজনশীল মানুষের মাথায় দারুণ সব আইডিয়া হঠাৎ কীভাবে আসে? এটা কি জন্মগতভাবে পাওয়া গুণ, নাকি পরিবার থেকেই পরবর্তী প্রজন্মের কাছে আসে? নুহাশ হ‌ুমায়ূন বলেন, আইডিয়া জেনারেশন বা মাথায় হঠাৎ কোনো দারুণ আইডিয়া পাওয়াটা আসলে সাঁতার শেখার মতো। চোখ-কান খোলা রেখে আশপাশের মানুষ, ঘটনা পর্যবেক্ষণ করলেই সাধারণ বিষয় থেকেই অনেক গল্প ও ধারণা উঠে আসে। এভাবেই চিন্তাভাবনা করতে করতে আইডিয়া পাওয়া যায়। আইডিয়া নিয়ে এভাবেই নুহাশ হ‌ুমায়ূন তরুণদের উপদেশ দিয়েছেন ক্লেমন স্কুল অব ফ্রেশনেসের দ্বিতীয় পর্বে।

ক্লেমন স্কুল অব ফ্রেশনেসের প্রথম সিজন চলছে, যেখানে নুহাশ হ‌ুমায়ূন ফিল্ম মেকিংয়ের ইনস্ট্রাক্টর হিসেবে তরুণদের পরামর্শ দিয়েছেন এবং নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। আজকের তরুণ প্রজন্ম, যারা ফিল্ম মেকিং নিয়ে কাজ করতে চায়, তারা প্রায়ই নুহাশকে ইনবক্সে মেসেজ করে থাকে যে তারা শর্টফিল্ম বানাতে চায়, কিন্তু মাথায় আইডিয়া আসে না। এই আইডিয়া কীভাবে পাওয়া যায়? নুহাশ তাঁর নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, তিনি সব সময় নোট রাখেন, যেখানেই যান বা যে ঘটনাই দেখেন, নোটবুকে বা মোবাইলে টুকে রাখেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us