হেফাজতের ব্যানারে জামায়াতীদের অনেকেই একত্রিত হচ্ছে : নওফেল

ইনকিলাব প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১০:৩৬

হেফাজতে ইসলামের নেতারা এখন জামায়াতের স্টাইলে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, হেফাজতের ব্যানারে জামায়াতীদের অনেকেই একত্রিত হচ্ছে।

রোববার নগরীর গোলপাহাড় মোড়ে ক্রসফায়ারের নিহত সাবেক ছাত্রলীগ নেতা মহিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপমন্ত্রী এ অভিযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামী এখন তাদের খোলস পাল্টানোর চেষ্টা করছে। জামায়াতিদের অনেকেই এখন হেফাজতে ইসলামের ব্যানারের নিচে আশ্রয় নিয়েছে। হেফাজতের নেতারা এখন বক্তব্য দিচ্ছেন জামায়াতি স্টাইলে। হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা এখন যেভাবে বক্তব্য দিচ্ছেন-হুঙ্কার দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারা জামায়াতের প্রেতাত্মা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নামি-দামি ব্যক্তিদের ভাস্কর্য আছে। ইসলামী রাষ্ট্রগুলোতেও আছে। শুধুমাত্র বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে তুলকালাম কাণ্ড সৃষ্টি করছে। এর নেপথ্যের কারণ একটাই- সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপচেষ্টা। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us