কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়নের আগ্রাকুন্ডা ও পাথরবাড়ীয়া গ্রাম এখন গড়াই নদীর ভাঙ্গনের মুখে। হুমকির মুখে নদীপাড়ে বসবাসকারী জনগনের বাড়িঘর।
সূত্রে জানাযায়,গড়াইনদীর পানি কমতে শুরু করেছে। আর এই সময় নদীপাড় বসাভাঙ্গন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ে বসবাসকারী জবগন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেণ সদকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ। দীর্ঘদিন নদীগর্ভ থেকে এলাকার চিন্তিত বালু দস্যুদের দেশীয় তৈরি ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণেই এই নদী ভাঙ্গন, বলছে নদীপাড়ের বসবাসকারী জনগন। নদীপাড়ে বসবাসকারী জনগন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।