ভারতকে হারানোর ফর্মুলা পান্ডিয়ার কাছ থেকেই পেয়েছে অস্ট্রেলিয়া
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ২০:৩০
অস্ট্রেলিয়া সফরটা অনেক নাটকের জন্ম দিয়েই শুরু করেছে ভারত। প্রথমে সংক্ষিপ্ত সংস্করণের সহ–অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়েছিলেন নির্বাচকেরা। আলোচনা ও বিতর্কের মুখে আবার ডেকে পাঠানো হয়েছে তাঁকে। কিন্তু আবার অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার সময় তাঁকে ছাড়াই দল সাজিয়েছে ভারত। দল যখন অস্ট্রেলিয়ায় অনুশীলন করছে, রোহিত তখন ভারতে পুরো ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন।। এর মধ্যেই পুরো ব্যাপারটার ওপর বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরাট কোহলি।
মাঠের বাইরের এর আলোচনা মাঠেও প্রভাব ফেলছে হয়তো। ওয়ানডে সিরিজটা এরই মধ্যে হেরে বসেছে ভারত। টানা দুই ম্যাচেই ভারতীয় বোলিংকে পাড়ার মানের বানিয়ে ছেড়েছে অস্ট্রেলিয়া। রানের পাহাড় গড়ে ভারতকে চাপে ফেলেছে অস্ট্রেলিয়া। আজ সিডনিতে যদিও ৩৯০ রানের লক্ষ্যেও ভালোই লড়ছিল ভারত। কিন্তু ম্যাচের প্রথমাংশেই শেখানো হার্দিক পান্ডিয়ার কৌশলে ম্যাচ বের করে নিয়েছে স্বাগতিকেরা। ৫১ রানে হেরে ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে ভারত।