মহামারির কারণে চলতি বছর জুড়েই সবাই ব্যক্তিগত সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছেন। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও জীবাণুর সঙ্গে লড়াই করা এখন এক চ্যালেঞ্জের বিষয়। সুস্থ থাকতে হলে এসব নিয়ম মানতেই হবে। সেইসঙ্গে সামাজিক দুরত্বও নিশ্চিত করতে হবে। নতুন স্বাভাবিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই পরিচ্ছন্নতা পর্ব।
অফিসে কাজ করতে সারা দিন যত না ক্লান্তি, বাসায় ফিরে সব জীবাণুমুক্ত করতে তার চেয়ে বেশি ক্লান্ত লাগে অনেকের। আরো পড়ুন: ছেলে দেখলেই যে পাঁচ বিষয় প্রথমেই খেয়াল করে মেয়েরা তবে ক্লান্তি যতই লাগুক, আলসেমি যতই ভর করুক, মানবজাতি এখন অনন্যোপায়।