সিলেটে আসামি গ্রেপ্তারে ৫ দিনের আল্টিমেটাম

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

সিলেটের সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা ভাঙচুর ও লুটপাটকারীদের গ্রেপ্তার করতে ৫ দিনের আল্টিমেটাম দিয়েছে শহরতলীর শাহপরাণ আবাসিক এলাকার বাসিন্দারা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি, সিলেট জেলা সভাপতি ও হযরত শাহজালাল (রহ.) কাছিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিব্বুল হক ওই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী ২রা ডিসেম্বরের মধ্যে মাদক কারবারি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে ৩রা ডিসেম্বর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করা হবে। শুক্রবার রাতে শাহপরাণ উপশহরে মাওলানা মুহিব্বুল হকের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চৌমুহনী বাজার কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শাহপরাণ উপশহরের বাসিন্দা সোহেল আহমদ, মোহাম্মদ আলী খোকন, মিটু আহমদ, আবু জাফর জাহাঙ্গির, জিলুক আহমদ, কালা মিয়া, জলিল মিয়া, মুসলেহ উদ্দিন, রকিবুল ইসলাম লস্কর, সিরাজুল ইসলাম, আব্দুল মুনিম, আব্দুল কুদ্দুস, কামাল মিয়া, মাসুক আহমদ, আবুল কাসেম, আব্দুল বাতেন চৌধুরী নাদের, ফারুক আহমদ, আল-আমীন, সালেহ আহমদ, হেলাল মিয়া, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, ফিরোজ আহমদ, শেখর রঞ্জন দাসপ্রমুখ। জরুরি সভা চলাকালীন সেখানে উপস্থিত হন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ কুনু মিয়া, বিশিষ্ট সমাজ সেবীহুমায়ুন কবির চৌধুরী, দক্ষিণ সুরমা জাতীয় পার্টির সদস্য সচিব তাজ উদ্দিন আহমদ এপলু, তেতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক মিয়া প্রমুখ। অতিথিরা বক্তব্যে শাহপরাণ উপশহরবাসীর কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সেই সঙ্গে আগামীতে যেকোনো ধরনের কর্মসূচি গ্রহণ করলে তাতেও একাত্ম থাকবেন বলে বক্তারা জানান। সাংবাদিক ডালিমের বাসায় হামলাকারী মাদক কারবারিদের অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানান বক্তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us