ইংল্যান্ডের লিডস–ভিত্তিক রাধারমণ লোক উৎসবের ১০ বছরপূর্তিতে বর্ণাঢ্য আয়োজন এবার অনুষ্ঠিত হবে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে। ২৭, ২৮ ও ২৯ নভেম্বর রাধারমণ সোসাইটির ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব লাইভের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। তিন দিনব্যাপী এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিচ্ছেন বিশ্ববরেণ্য শিল্পী, মন্ত্রী, সাংসদ, বুদ্ধিজীবীরা।
ভারত থেকে ভজনসম্রাট অনুপ জালটা, বেনারস ঘরানার শীর্ষ তবলাবাদক পণ্ডিত কুমার বোস, প্রখ্যাত ভায়োলিনবাদক কালা রমনাথ, পার্বতী দাস বাউল প্রমুখ। প্রতিদিন ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলছে অনুষ্ঠানমালার লাইভ সম্প্রচার।