সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরের আলোর কোলে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যার্থী স্নান শুরু হচ্ছে আজ। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার শুধু হিন্দু তীর্থযাত্রীদের সমাগম থাকছে। আগামী ৩০ নভেম্বর সকালে রাসপূজা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই আয়োজন। আলোর কোল এলাকার প্রবেশমুখে সব পুণ্যার্থীকে তল্লাশি করে ঢোকানো হবে। বন বিভাগ কর্তৃক অনুমোদিত পাঁচটি রুটের সব নৌযানে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে তল্লাশির ব্যবস্থা রেখেছে। সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণসহ পুণ্যস্নানে আগতদের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্টগার্ড। সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও অবৈধভাবে গাছ কাটা প্রতিরোধে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ টহল অব্যাহত থাকবে।