জাতিসংঘে অন্তর্ভুক্তি: বাংলাদেশ প্রশ্নে আপস ফর্মুলা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২৮ নভেম্বরের ঘটনা।)

জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে প্রস্তাবক দেশগুলো কার্যত একটা আপস ফর্মুলায় ঐক্যমতে পৌঁছেছে। বিষয়টি ১৯৭২ সালের এই দিনে (২৮ নভেম্বর) সাধারণ পরিষদে উপস্থাপনের জন্য নির্ধারিত ছিল। খবরে প্রকাশ, গতকাল (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাধারণ পরিষদে বাংলাদেশের জাতিসংঘভুক্তির প্রশ্নে যে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা অনুষ্ঠিত হয়নি। এ প্রশ্নে সংশ্লিষ্ট সবার পক্ষে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে পৌঁছতে নেপথ্যে আরও আলোচনার জন্য, সময় দেওয়ার উদ্দেশ্যে বিতর্ক ২৪ ঘণ্টা পিছিয়ে আজকের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ সময় রাত ৩টা ৩০মিনিটে এই বিতর্ক সাধারণ পরিষদের সভাপতির অনুমোদনক্রমে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশকে অবিলম্বে জাতিসংঘভুক্তির জন্য প্রস্তাব উত্থাপন করে যুগোস্লাভিয়া ও অন্যান্য ২২টি দেশের সম্মতিতেই সাধারণ পরিষদের বৈঠক ২৪ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us