তাহিরপুরে ‘কথিত নায়ক’ মোজাম্মেল জেলহাজতে

মানবজমিন প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ০০:০০

তাহিরপুরে কথিত নায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়াকে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালি গ্রামের রব মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মোজাম্মেল দীর্ঘদিন ধরে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন পত্রিকায় সুনামগঞ্জ ২৮ বিজিবির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশসহ নামে-বেনামে ২০/২৫টি ভুয়া ফেসবুক আইডি খুলে আইনশৃংখলা পরিস্থতির অবনতি করার চেষ্টা করে যাচ্ছিল। বিষয়টি সুনামগঞ্জ ২৮ বিজিবির নজরে এলে বিজিবির এক নায়েক তাহিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাহিরপুর থানার এসআই মনিতোষ পালের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, সুনামগঞ্জ ২৮ বিজিবির নায়েক রাসেল আইসিটি আইনে মোজাম্মেলসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us