কৃষক লীগের সম্মেলনে ছাত্রলীগের মারামারি

সমকাল প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ২১:৩৭

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষক লীগের সম্মেলনে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পরে জরুরি সভা ডেকে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।

শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টায় সম্মেলন শুরুর কিছু সময় পরে পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার সময় তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে সম্মেলন দেওয়ার দাবি জানান। তার এই বক্তব্যের প্রতিবাদ করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রিমো। এ সময় দুই নেতার সমর্থকদের মাঝে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সম্মেলনে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে দু'পক্ষ শান্ত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us