ঢাকায় ৪ জঙ্গি গ্রেফতার

সংবাদ প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ২২:২০

ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে র‌্যাব-৪ তিনজনকে এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি) একজনকে গ্রেফতার করে। বুধবার (২৫ নভেম্বর) রাতে উত্তরা, ধানমন্ডি ও সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব ও সিটিটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৪ জানিয়েছে, গত ৩১ অক্টোবর আনসার আল ইসলামের যে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, তাদের দেয়া তথ্যে সাভার ও ধানমন্ডি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এই তিনজন হলো- নাহিদ মিনা (২৭), সালাম হাওলাদার (২৫) এবং তুষার আহমেদ তুহিন (১৭)। এদের একজন গাড়িচালক, একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এবং একজন ছাত্র। সিটিটিসি উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টর থেকে সাব্বির আহমেদ (৩৪) নামে অন্যজনকে গ্রেফতার করে। র‌্যাব ও সিটিটিসি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা জঙ্গি অর্থায়নসহ ফেইসবুকের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও সদস্য সংগ্রহের কাজ করতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us