বৈদেশিক সহায়তা বাজেট কমাল যুক্তরাজ্য

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ২২:০২

অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে দেওয়া বৈদেশিক সাহায্যের পরিমাণ কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ২০১৫ সালে এক আইন করে জাতীয় আয়ের শূন্য দশমিক ৭ শতাংশ বৈদেশিক সাহায্য হিসেবে খরচ করার লক্ষ্য নির্ধারণ করেছিল দেশটি। কিন্তু গতকাল বুধবার মধ্যবর্তী বাজেট পর্যালোচনা বক্তব্যে চ্যান্সেলর ঋষি সুনাক জানান, ২০২০–২১ অর্থবছরে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা খাতে জাতীয় আয়ের শূন্য দশমিক ৫ শতাংশ খরচ করবে যুক্তরাজ্য।

অর্থের হিসাবে এ বাজেট কর্তনের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন পাউন্ড, যা গত বছর খরচ হওয়া অর্থের চেয়ে প্রায় ২৯ শতাংশ কম। ২০১৯ সালে যুক্তরাজ্য বৈদেশিক সাহায্য খাতে ১৪ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড খরচ করে।

দেশটির তিনজন সাবেক প্রধানমন্ত্রী জনসন সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আন্তর্জাতিক দাতব্য সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর ফলে বিশ্বের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর লাখ লাখ মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us