চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য শুকর শিকারীর গুলিতে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মো. মারুফুল ইসলাম (১৩)। গতকাল বুধবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নের পশ্চিম নারিশ্চার চাঁন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মারুফুল ইসলাম চুনতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম নারিশ্চা চাঁন্দার বটতল এলাকার মৌলভী মোঃ ফোরকানের ছেলে ও পুঠিবিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। পুলিশ রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে।
নিহতের পিতা মৌলভী মো. ফোরকান জানান, ঘটনার দিন মাগরিবের নামাজের কিছুক্ষণ পর আমি ঘরে আসি। এসময় আমার ছেলে মারুফ ঘরের সামনে বসে লেখাপড়া করছিল। আমি ঘরে প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ গুলির আওয়াজ শুনতে পাই। তখন ঘর থেকে বেরিয়ে এসে দেখি মারুফ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।