‘বিটিভি মানেই বাতাবি লেবুর বাম্পার ফলন’, বদলে যাবে ধারণা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৭:২৯
‘বিটিভি মানেই ‘বাতাবি লেবুর বাম্পার ফলন!’- দর্শকদের মন থেকে এই ধারণাটি আমরা পাল্টে দিতে চাই। বিটিভির অনুষ্ঠানমালাকে আমরা সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছি। নতুন আঙ্গিকের বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা নির্মাণ করেছি। তার মধ্যে ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামে একটি জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি’- নতুন আঙ্গিকে বদলে যাওয়া বিটিভি প্রসঙ্গে এভাবেই বললেন অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ।
এক মেইল বার্তায় বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু পরিবর্তন নিয়ে নতুন উদ্যম আসছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যক্রমে। দীর্ঘদিনের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে অনুষ্ঠানমালা। নিত্য-নতুন ভাবনা নিয়ে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে একাধিক আয়োজন।