লাভ জিহাদ রুখতে যোগীর অর্ডিন্যান্স

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৬:০৭

লাভ জিহাদ রুখতে উত্তর প্রদেশে অর্ডিন্যান্স জারি করলো যোগী আদিত্যনাথের সরকার। ধর্মান্তর করার জন্য বিয়ে করলে জেল-জরিমানা দুইই। একদিন আগেই হাইকোর্ট জানিয়েছিল, বিয়ের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের সম্মতিই হলো আসল কথা। সেখানে ধর্ম দেখা হবে না। সংবিধান দেখিয়ে আদালত জানিয়েছিল, সকলেরই নিজের মতো করে জীবন কাটানোর অধিকার আছে। কিন্তু এরপরই উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার একটি অর্ডিন্যান্স নিয়ে এসেছে। এই অর্ডিন্যান্সে ধর্মান্তর করার উদ্দেশ্য নিয়ে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। ধর্মান্তরের জন্য বিয়ে করলে এক বছর থেকে দশ বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা করা হয়েছে। এভাবেই লাভ জিহাদ বন্ধ করতে চেয়েছেন যোগী আদিত্যনাথ।

যোগী সরকারের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এই সিদ্ধান্তের ব্যাখ্যা করে জানিয়েছেন, ''যদি কেউ বিয়ে করার জন্য ধর্ম বদল করতে চান, তা হলে তাঁকে জেলাশাসকের কাছে দুই মাস আগে আবেদন জানাতে হবে। তিনি অনুমতি দিলে ধর্মপরিবর্তন করা যাবে।'' তবে এই অনুমতি কতটা পাওয়া যাবে তা নিয়ে বিরোধী নেতাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ, আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে অনুমতি না দেয়ার সম্ভাবনা বেশি বলে তাঁরা মনে করছেন। সিদ্ধার্থ নাথও জানিয়ে রেখেছেন, সাধারণ আইনশৃঙ্খলা রক্ষা করতে ও মেয়েদের, বিশেষ করে দলিত ও আদিবাসীদের ন্যায়ের জন্য এই অর্ডিন্যান্স জরুরি ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us