ছোট থেকেই আগলে নয়, সাবলম্বী হতে শেখান সন্তানকে! জানুন...

এইসময় (ভারত) প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৯:৩৮

একটা বয়সের পর সকলেরই স্বাধীনতার আকাঙ্খা বাড়তে থাকে। নিজে করব, নিজের মতো খাব এরকম অনেক স্বপ্নই লালিত হয় মনে। কিন্তু সেব স্বাধীনতার কথা শুনলে ধমকে সন্তানকে চুপ করিয়ে দেওয়ার প্রবণতা থাকে অনেক বাবা-মায়ের মধ্যেই। এমনকী অভিভাবকেরা তাঁদের চাওয়া-পাওয়া চাপিয়ে দেন সন্তানের উপর। ছোট থেকেই ভারতীয় সংস্কৃতিতে বাচ্চাদের নিজের মতো করে বেড়ে ওঠায় বাধা দেওয়া হয়। মা-বাবারা বড্ড বেশি আগলে রাখতে চান সন্তানদের। হাতে ভাত মেখে খাইয়ে দেওয়া থেকে খেলার মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকা-এই সবই কিন্তু আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আদর্শ। এছাড়াও স্কুলের প্রতিযোগিতা তো রয়েইছে। সেই প্রতিযোগিতার চাপে অনেক বাচ্চাই নিজের শখ আহ্লাদ হারিয়ে শামুকের খোলের মত নিজেকে গুটিয়ে নেয়। বাবা-মায়ের সঙ্গে সহজ ভাবে মিশতে পারে না। সন্তানকে মানুষ করার পাশাপাশি তাদের সাইকোলজি নিয়ে বাবা-মায়েরও সমান পড়াশোনা দরকার। সন্তান কি চাইছে তা যেমন বুঝতে হবে তেমনই ছোট থেকেই আত্মনির্ভর গড়ে তুলুন। বয়স ১ হলেই হাতে খাবার ধরিয়ে দিন। এতে নিজে খেতে শিখবে। বয়স ১১ হলে সামনের দোকান থেকে জিনিস আনতে পাঠান। একটু দূর দাঁড়িয়ে দেখুন ঠিকমতো রাস্তা পার হচ্ছে কিনা। এছাড়াও যা যা করবেন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us