দুই ব্যক্তি একটি তিন বছরের ‘ল্যাবরেডর’ প্রজাতির কালো কুকুরের মালিকানা দাবি করছেন। শেষ পর্যন্ত সেই কুকুরটির ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে। ভারতের মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। সাদাব খান ও কার্তিক শিবহারে নামের দুই ব্যক্তি ওই কুকুরের মালিকানা দাবি করছেন।
এনডিটিভি’র একটি প্রতিবেদন অনুসারে, সাদাব খানের অভিযোগ, তার কালো ল্যাবরেডর কোকো বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশী শিবহারে কুকুরটিকে আটকে রেখেছে। অন্যদিকে, শিবহারের বক্তব্য, কুকুরটি তার নিজের।