আসল মালিক কে? অশান্তি থামাতে DNA পরীক্ষা হবে কুকুরের!

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ২২:৩১

প্রিয় পোষ্যর মালিকানা কার? তা নিয়ে এমন অশান্তি যে, শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে সেই কুকুরটির। তিন বছরের 'ল্যাবরেডর' প্রজাতির কালো পোষ্যটির ডিএনএ টেস্ট হবে। ঘটনাটি মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের। কুকুরের দুই দাবিদার সাদাব খান ও কার্তিক শিবহারে।

সাদাব খানের অভিযোগ, তাঁর কালো ল্যাবরেডর কোকো বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর দাবি, প্রতিবেশী শিবহারে কুকুরটিকে আটকে রেখেছে। অন্যদিকে, শিবহারের বক্তব্য, কুকুরটি তাঁর নিজের। শিবহারের পরিবারের দাবি, তাঁদের কুকুরটির নাম টাইগার। পেশার সাংবাদিক সাদাব খান কোকো হারিয়ে যাওয়ার পরই গত অগস্ট মাসে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছিলেন। সম্প্রতি তিনি শিবহারের বাড়িতে সেই কুকুরটিকে দেখতে পেয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us