সেরা দক্ষতা দিয়ে ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের মাধ্যমে বিসিবি প্রেসিডেন্টস কাপের ব্যর্থতা ভুলতে চান টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
প্রেসিডেন্ট কাপে নাজমুল একাদশের হয়ে তেমন কিছু করতে পারেননি সৌম্য। যে কারণে জাতীয় দলে তিনি কতটুকু দক্ষতা দেখাতে পারবেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট একাদশের পাঁচ ম্যাচে সৌম্যর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২১, ৯, ৬, ৭ ও ৫ রান। বাজে ওই পারফরম্যান্স এখনো নিজেকে তাড়িয়ে বেড়াচ্ছে জানিয়ে সৌম্যকে। তিনি চান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আগের ওই বাজে পারফরম্যান্সকে ভুলে যেতে।
সৌম্য সরকার রবিবার সাংবাদিকদের বলেছেন, ‘নতুন এই টুর্নামেন্টে আমি অবশ্যই ভালো কিছু করতে চাই। এই বছর আমরা যে দলটি পেয়েছি, আমার মনে হয় সেটি বেশ ভালো। সবদিক থেকেই আমাদের দলটি যথেষ্ট ভালো হয়েছে। আশা করছি, ভালো একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টস কাপে আমার পারফরম্যান্স ভালো ছিল না। যে কারণে সেটিকে পেছনে রেখে এই টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’