সারের মজুদ সক্ষমতা বাড়াতে নির্মাণাধীন বাফার গোডাউনসমূহের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। তিনি গুদামজাত সার যাতে কোনো ধরনের অপচয় ও নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
রবিবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোশনের (বিসিআইসি) ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন ২০২০ উদ্বোধনকালে শিল্প প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই সম্মেলন সভাপতিত্ব করেন বিসিআইসি'র চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। শিল্প প্রতিমন্ত্রী বলেন, সারের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে বিসিআইসি'র অনুকূলে বরাদ্দ প্রদান করা হয় সেজন্য শিল্প মন্ত্রনালয় কাজ করছে। শিল্প কারখানাগুলোর আধুনিকায়ন ও মেরামতের পাশাপাশি পুরনো জরাজীর্ণ কারখানায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন উচ্চ উৎপাদনশীল ও পরিবেশবান্ধব নতুন শিল্প কারখানা স্থাপনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এজন্য বেসরকারি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।