বিশ্বের গভীরতম সামুদ্রিক খাদ হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালাচ্ছে চীন। সেখানে নেমেছে চীনের একটি ডুবোযান। ওই ডুবোযানে আছেন তিনজন গবেষক। চীন বলছে, গবেষণাসংক্রান্ত কাজেই এই অভিযান চালানো হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এ–সংক্রান্ত একটি ভিডিও চিত্র সম্প্রচার করা হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে বলা হয়, ডুবোযানটির নাম ‘ফেনদৌজা’ বা ইংরেজিতে ‘স্ট্রাইভার’। ওই যান চলতি মাসের প্রথম দিকে সমুদ্রপৃষ্ঠের ১০ হাজার ৯০৯ মিটার নিচে নেমে জাতীয় রেকর্ড করেছে। এ ক্ষেত্রে বিশ্ব রেকর্ডের অধিকারী হলেন একজন মার্কিন অভিযাত্রী। ২০১৯ সালে তিনি ১০ হাজার ৯২৭ মিটার নিচে পৌঁছে ছিলেন।