কুষ্টিয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে অনেক চাষি তাদের উৎপাদিত ফসল ঘরে তুলেছেন। চলতি মৌসুমে রোপা আমন ধানের ভালো ফলন হয়েছে। উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকরা এবার ধান চাষে লাভের মুখ দেখার আশা করছেন। তাই সোনালি আমনের মৌ মৌ গন্ধে কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব মতে, চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় ৮৮ হাজার ৮৬২ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে।কুষ্টিয়ার মিরপুর গ্রামের ধান চাষি চাঁদ আলী বাদশা বলেন, ‘এবার ১৫ কাঠা জমিতে রোপা আমনের চাষ করেছিলাম। সব মিলিয়ে ধানের ভালো ফলন হয়েছে।