প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বণিক বার্তা প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ২২:০৩

দেশজুড়ে ৪৩৬টি ফায়ার স্টেশন রয়েছে। ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনসহ ২০২১ সালের মধ্যে আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। তখন ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এর ফলে প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপিত হবে।

আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে প্রতি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ১৬৫টি অ্যাম্বুলেন্স রয়েছে। পর্যায়ক্রমে এটি সব ফায়ার স্টেশনে দেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us