কোহালি ছাড়াও ভারতীয় দল বিপজ্জনক, বলছেন প্রাক্তন পাক অধিনায়ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৮:২৩
বিরাট কোহালি অস্ট্রেলিয়ায় সিরিজের শেষ ৩ টেস্ট না খেললেও ভারত বিপজ্জনক দল। এমনই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা।
অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অফস্পিনার নেতান লায়ন এর মধ্যেই জানিয়ে দিয়েছেন যে টেস্ট সিরিজে তাঁরাই জিতবেন। কারণ, কোহালি প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন। রামিজ রাজা যদিও তা মনে করেন না। তাঁর মতে, কোহালি না থাকায় যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করা রীতিমতো চ্যালেঞ্জের ঠিকই। তবে অস্ট্রেলিয়াকে মাথায় রাখতে হবে ভারতীয় বোলিং আক্রমণের তীক্ষ্ণতার কথাও।
ক্রিকেট বাজ ইউ টিউব চ্যানেলে রাজা বলেছেন, “অ্যাডিলেডে প্রথম টেস্টের পর কোহালি খেলবে না নিয়ে অনেক অভিযোগ শোনা যাচ্ছে। আমার মনে হয়, অস্ট্রেলিয়াকে শাসন করার মতো ব্যাটিং লাইন-আপ ভারতের রয়েছে। আর ভারতীয় বোলিংও অনেক উন্নতি করেছে। ভারতের বোলিং এখন খুব শক্তিশালী। আর তা ভুলে গেলে চলবে না অস্ট্রেলিয়ার।”