করোনার দ্বিতীয় ঢেউ সামনে রেখে আবারও ফ্রান্সের অর্থনীতিতে অশনিসংকেত দেখা দিয়েছে। অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনীতি ৯-১০ শতাংশ সংকুচিত হতে পারে বলে হুশিয়ার করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনসি এ পূর্বাভাস দিয়েছে। একই সময়ে দেশজ উৎপাদন ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত মাসের শেষের দিকে নতুন করে লকডাউন আরোপ করে ফরাসি সরকার। তবে তা আগের মত অতটা কঠোর নয়। এ কারণে ইনসি ধারণা করছে, অর্থনীতিতে এর প্রভাবও হবে আগেরবারের তুলনায় কিছুটা কম।