দেবীগঞ্জ উপজেলায় পিকআপের চাপায় আল-আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মড়াতল্লী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ পাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় মেলা পাড়া এলাকার হারুন রশীদের ছেলে।
স্থানীয়রা জানায়, মড়াতল্লীতে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান আল-আমিন। এসময় পিকআপের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন।