যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের চুক্তির পর সহযোগিতার হাত আরও বিস্তৃত করতে প্রধমবারের মতো ইসরায়েল যাচ্ছে বাহরাইনের একটি সরকারি প্রতিনিধিদল। বুধবার ওই প্রতিনিধিদলের সদস্যরা তেল আবিবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গালফ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটে বাহরাইন থেকে রওনা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকালে বাহরাইনের মানামা বিমানবন্দর থেকে গালফ এয়ারের ফ্লাইট জিএফ৯৭২ তেল আবিবের উদ্দেশ্যে রওনা হয়।
নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ আল-জায়ানি এই ফ্লাইটে ইসরায়েল যাচ্ছেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দূত আভি বারকোউইৎজও ওই ফ্লাইটে রয়েছেন বলে তিনি নিজেই টুইটারে দেওয়া পোস্টে জানিয়েছেন।