লাউ সাধারণত আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। তবে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও লাউ কতটা উপকারী তা অনেকেরই অজানা। স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লাউয়ের খোসাও সমান উপকারী। লাউয়ের খোসা ব্যবহারের ফলে ত্বক উজ্জ্বল হয়।
চলুন তবে জেনে নেয়া যাক লাউয়ের খোসা ব্যবহার করে আমরা রূপচর্চায় দারুনভাবে উপকৃত হতে পারি সে সম্পর্কে- > লাউয়ের খোসা পেস্ট করে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করলে ত্বকের সজীবতা বৃদ্ধি পায়। > চড়া রোদে ত্বক পুড়ে যায় বা ট্যান পড়ে যায়।