পায়ে ধরে প্রবীণ নেতাকে প্রতিনিধি সভায় ফেরালেন এমপি পলক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ২১:৪৯
নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভা থেকে প্রবীণ নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান রাগ করে চলে যেতে চাইলে তাঁকে পায়ে ধরে ফেরালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
আজ রবিবার নাটোর নবব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভা শুরু হওয়ার পর পরই এমন ঘটনা ঘটে।
বেলা ১১টায় সভার কাজ শুরু হওয়ার পর আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আহ্বান করা হয়। অতিথিরা মঞ্চের আসনে বসার পর তাদের পরিচয় করিয়ে দিতে নাম প্রচার করা হয়। ঘোষক পরিচয় পর্বের শেষ পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষিয়ান সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করলেও তাকে মঞ্চে ডাকা হয়না। এ সময় মঞ্চে বসিয়ে সম্মান না দেয়ায় দর্শক আসনে বসা সাজেদুর রহমান খান ক্ষুদ্ধ হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যেতে থাকেন।