নাটোরের সিংড়ার স্থানীয়ভাবে গরিবের ক্যাসিনো বলে পরিচিত একটি ক্লাবে পুলিশ হানা দিয়ে ৩২ জুয়াড়িকে আটক করেছে। এ সময় ২ লাখ টাকা ও জুয়া সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে করচমারিয়া সবুজ সংঘ ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ২ লাখ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪/৫ ধারায় মামলা দিয়ে সিংড়া আমলি আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক রেজাউল করিম তাদের সবার জামিন মঞ্জুর করেন।