করোনাভাইরাসের বিস্তার রোধে গত কয়েকমাস ধরে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন। তবে সীমান্তে ব্যাপক কড়াকড়ি আর কোয়ারেন্টাইন নীতি সত্ত্বেও ছোট ছোট সংক্রমণের ঘটনা যেন থামছেই না। এর জন্য বহিরাগত ভ্রমণকারীদের পাশাপাশি আরেকটি জিনিসের দিকে কড়া নজর চীনা কর্মকর্তাদের- আমদানি করা হিমায়িত খাদ্য।
যদিও চীনাদের এ দাবি আন্তর্জাতিক স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনার সঙ্গে মিলছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, খাবার ও ফুড প্যাকেজিং থেকে মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রও (সিডিসি) বলছে, এগুলো থেকে করোনা সংক্রমণের ঝুঁকি কম। হিমায়িত খাদ্য ও ফুড প্যাকেজিং থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে, এখনও এমন প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থা দু’টি।